recent post

Bangla GK Daily https://banglagkdaily.blogspot.com/2021/08/top-10-most-spoken-languages-In-world.html

পৃথিবীর সবচেয়ে বেশি কথা বলা হয় এমন দশটি ভাষা - Bangla GK

বিজ্ঞাপন স্পেসের আগে / পরে

পৃথিবীর সবচেয়ে বেশি কথা বলা হয় এমন দশটি ভাষা - Bangla GK

 ১) ইংরেজি 

এটি ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের জার্মানীয় শাখার পশ্চিম দলের একটি ভাষা ।যে ভাষায় পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কথা বলে।

বর্তমান পরিসংখ্যান অনুযায়ী ১,১৩২,৩৬৬,৬৮০ জন লোক এই ভাষায় কথা বলে।


২) চাইনিজ

চাইনিজ ভাষা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ভাষা। এটি চীনা-তিব্বতীয় ভাষা পরিবারের একটি ভাষা। 

বর্তমান পরিসংখ্যান অনুযায়ী ১,১১৬,৫৯৬,৬৪০ জন লোক এই ভাষায় কথা বলে।


৩) হিন্দি

হিন্দি পৃথিবীর তৃতীয় বৃহত্তর ভাষা। এটি ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের একটি ভাষা। এই ভাষায় ৬১৫,৪৭৫,৫৪০ জন লোক কথা বলেন।


৪) স্প্যানিশ ভাষা

স্প্যানিশ ভাষা পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভাষা। এটি  ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের রোমান শাখার একটি ভাষা। এই ভাষায় ৫৩৪,৩৩৫,৭৩০ জন লোক কথা বলে।


৫) ফরাসি ভাষা

ফরাসি ভাষা পৃথিবীর পঞ্চম বৃহত্তর ভাষা। এটি ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের একটি ভাষা। এই ভাষায় ২৭৯,৮২১,৯৩০ জন লোক কথা বলে।


৬) আরবি

আরবি ভাষা পৃথিবীর ষষ্ঠ সর্ববৃহৎ ভাষা। এই ভাষা  সেমেটীয় ভাষা পরিবারের একটি ভাষা। এই ভাষায় ২৭৩,৯৮৯,৭০০ জন লোক কথা বলে।


৭) বাংলা

বাংলা অর্থাৎ আমাদের মাতৃভাষা পৃথিবীর সপ্তম বৃহত্তম ভাষা। বাংলা ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের একটি ভাষা। এই ভাষায় গোটা পৃথিবীতে ২৬৫,০৪২,৪৮০ জন লোক কথা বলে।


৮) রুশ ভাষা

রুশ ভাষা পৃথিবীর অষ্টম বৃহত্তম ভাষা। এটি ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের একটি ভাষা। এই ভাষায় ২৫৮,২২৭,৭৬০ জন লোক কথা বলে।


৯) পর্তুগিজ ভাষা

পর্তুগিজ ভাষা পৃথিবীর নবম বৃহত্তম ভাষা। এটি  ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের রোমান শাখার একটি ভাষা। এই ভাষায় গোটা পৃথিবীর ২৩৪,১৬৮,৬২০ জন লোক কথা বলে।


১০) ইন্দোনেশীয় ভাষা

ইন্দোনেশীয় ভাষা পৃথিবীর দশম বৃহত্তম ভাষা। এটি মালয়-পলিনেশীয় ভাষা পরিবার একটি ভাষা। গোটা পৃথিবীতে এই ভাষায় ১৯৮,৭৩৩,৬০০ জন লোক কথা বলেন।


West Bengal GK related important MCQ questions for all West Bengal Government Job exams


○ দৈনিক জেনারেল নলেজ পাবার জন্য যুক্ত হতেন আমাদের টেলিগ্রাম গ্রুপে- টেলিগ্রাম

○ সমস্ত তথ্য সবার আগে পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল- subscribe

○ সমস্ত চাকরির আপডেট সবার আগে পেতে আজই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন WB Job News App

বিজ্ঞাপন স্পেসের আগে / পরে

অন্যদের সাথে শেয়ার করুন:

0 মন্তব্য

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন. ??

আইটি ছাদিক কী?