recent post

Bangla GK Daily https://banglagkdaily.blogspot.com/2021/08/west%20bengal-gk-questions-in-bengali.html

পশ্চিমঙ্গের জানা-অজানা ১০০ টি প্রশ্ন ও তার উত্তর - Bangla GK

বিজ্ঞাপন স্পেসের আগে / পরে

 



১.পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস কবে?

উত্তরঃ ১৯৫০ সালের ২৬ জানুয়ারি


২.আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের স্থান ভারতের মধ্যে কততম?

উত্তরঃ এয়োদশ


৩.পশ্চিমবঙ্গের সরকারি ভাষা কি কি? 

উত্তরঃ বাংলা ও ইংরেজি 


৪.পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত?

উত্তরঃ ৭৭.০৮% (২০১১)


৫.পশ্চিবঙ্গের জাতীয় পাখি কি?

উত্তরঃ সাদাবুক মাছরাঙ্গা


৬.পশ্চিবঙ্গের জাতীয় ফুল কি?

উত্তরঃ শিউলি


৭.পশ্চিবঙ্গের জাতীয় গাছ কি?

উত্তরঃ ছাতিম


৮.বর্তমানে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কটি?

উত্তরঃ ২৩ টি


৯.পশ্চিমবঙ্গের কোন গ্রামকে গ্রামরত্ন বলা হয়?

উত্তরঃ ফুলিয়া



১০.পশ্চিমবঙ্গের গভীরতম গিরিপথ কোনটি?

উত্তরঃ গঙ্গনি গিরিপথ


১১.পশ্চিমবঙ্গের উচ্চতম ভবনের নাম কি?

উত্তরঃ দ্যা 42


১২.পশ্চিমবঙ্গের বৃহত্তম বাঁধ কোনটি?

উত্তরঃ ফারাক্কা বাঁধ


১৩.পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপাল কে?

উত্তরঃ পদ্মজা নাইডু


১৪.পশ্চিমবঙ্গে প্রধানত কি জলবায়ু দেখা যায়?

উত্তরঃ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু


১৫.পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?

উত্তরঃ প্রফুল্ল চন্দ্র ঘোষ


১৬.পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশিদিন পদে কে ছিলেন?

উত্তরঃ জ্যোতি বসু


১৭.পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা কত?

উত্তরঃ ৯ কোটি ১৩ লক্ষ ৪৭ হাজার ৭৩৬ জন


১৮.পশ্চিমবঙ্গে কত শতাংশ বনভূমি রয়েছে?

উত্তরঃ ১৩.৪%


১৯.পশ্চিমবঙ্গের পরমাণু শক্তি কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তরঃ পূর্ব মেদিনীপুরের হরিপুরায়


২০.পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজের নাম কি?

উত্তরঃ ফারাক্কা ব্যারেজ (গঙ্গার ওপর নির্মিত/দৈর্ঘ্য ২,২৪৫ মিটার)


 ২১.পশ্চিমবঙ্গ তথা ভারতের সর্বপ্রাচীন হকি প্রতিযােগিতা কোনটি?

উত্তরঃ বেটন কাপ (১৮৯৫ সালে প্রথম শুরু)


২২.পশ্চিমবঙ্গের সর্বপ্রাচীন ফুটবল ক্লাব কোনটি?

উত্তরঃ ক্যালকাটা ডালহৌসি ক্লাব (স্থাপিত ১৮৮০ খ্রি.)


২৩.পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন কোনটি?

উত্তরঃ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন (১.২০ লক্ষ দর্শক আসন বিশিষ্ট)


২৪.পশ্চিমবঙ্গে গ্রামের সংখ্যা কত?

উত্তরঃ ৩৮৭০০


২৫.পশ্চিমবঙ্গের লোকসভা সাধারণের জন্য আসন সংখ্যা কত?

উত্তরঃ ৩০


২৬.পশ্চিমবঙ্গের লোকসভার মোট আসন সংখ্যা কত?

উত্তরঃ ৪২


২৭.কতগুলো আসন বিধানসভায় তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত?

উত্তরঃ ১৬


২৮.বিধানসভার মোট আসন সংখ্যা কত?

উত্তরঃ ২৯৪


২৯.পশ্চিমবঙ্গের সর্বাপেক্ষা শিক্ষিত জেলা কোনটি?

উত্তরঃ কলকাতা


৩০.কে কলকাতার নামকরণ করেন?

উত্তরঃ জব চার্নক


৩১.পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু কোনটি?

উত্তরঃ রূপনারায়ন সেতু


৩২.পশ্চিমবঙ্গের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়েছিল?

উত্তরঃ বালিতে


৩৩.পশ্চিমবঙ্গের প্রথম কাপড়ের কল কোনটি?

উত্তরঃ শ্রীরামপুর বঙ্গলক্ষী কটন মিল


৩৪.পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী কোন জায়গাকে বলা হয়?

উত্তরঃ দুর্গাপুর


৩৪.পশ্চিমবঙ্গের প্রধান ফসল কোনটি?

উত্তরঃ ধান


৩৫.কোন জায়গাকে বাংলার অক্সফোর্ড বলা হয়?

উত্তরঃ নবদ্বীপ


৩৬.পশ্চিমবঙ্গের কত শতাংশ অংশজুড়ে ধান চাষ করা হয়?

উত্তরঃ ৭৫%


৩৭.বর্তমানে পশ্চিমবঙ্গের মোট মহকুমা সংখ্যা কটি?

উত্তরঃ ৬৬ টি।


৩৮.পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে সর্বপ্রথম শপথ নেন কে?

উত্তরঃ চক্রবর্তী রাজা গোপালাচারী


৩৯.পশ্চিমবঙ্গের প্রাচীনতম জলবিদ্যুৎকেন্দ্র কোনটি?

উত্তরঃ সিদ্ৰাপং, দার্জিলিং (স্থাপিত : ১৮৯৭ সালে)


৪০.ভারতে তথা পশ্চিমবঙ্গে প্রথম পাতালরেল চালু হয় কোথায়?

উত্তরঃ কলকাতায় (১৯৮৪-র ২৪ অক্টোবর)


৪১. পশ্চিমবঙ্গের প্রথম টেলিগ্রাম লাইন কোনটি?

উত্তরঃ পশ্চিমবঙ্গ (তথা ভারতে) প্রথমবার কলকাতা থেকে ডায়মন্ডহারবারে পরীক্ষামূলকভাবে টেলিগ্রাম পাঠানাে হয় ১৮৫০ খ্রিস্টাব্দে। (২০১৩ সালের ১৪ জুলাই ভারতে টেলিগ্রাম পরিষেবা বন্ধ করে দেওয়া হয়)


৪২.পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি?

উত্তরঃ গঙ্গাসাগর মেলা (প্রতিবছর পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে অনুষ্ঠিত হয়, দক্ষিণ ২৪ পরগনার সাগর দ্বীপে অনুষ্ঠিত হয়)


৪৩.পশ্চিমবঙ্গের বৃহত্তম ফুলবাজার কোনটি?

উত্তরঃ মল্লিকহাট (হাওড়া/এশিয়ায় বৃহত্তম)


৪৪.পশ্চিমবঙ্গের বৃহত্তম বদ্বীপের নাম কি?

উত্তরঃ সুন্দরবন ব-দ্বীপ অঞ্চল (৭৫,০০০ বর্গকিমি/ভারতের বৃহত্তম ব-দ্বীপ /বর্তমানে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ  নিয়ে বিস্তৃত)


৪৫.পশ্চিমবঙ্গের আয়তন কত?

উত্তরঃ ৪৪৭৫২ বর্গ কিমি


৪৬.জনঘনত্বের নিরিখে রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের স্থান কত?

উত্তরঃ দ্বিতীয়


৪৭.জনসংখ্যার নিরিখে রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের স্থান কত?

উত্তরঃ চতুর্থ


৪৮.পশ্চিমবঙ্গে কতগুলি শহর রয়েছে?

উত্তরঃ ১৯৫ টি


৪৯.পশ্চিমবঙ্গের প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি?

উত্তরঃ কলকাতা বিশ্ববিদ্যালয়


৫০.পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বাঁধ কোনটি?

উত্তরঃ দামোদর বাঁধ


৫১.পশ্চিমবঙ্গের একমাত্র কুইনাইন উৎপাদন কারখানা কোথায় আছে?

উত্তরঃ দার্জিলিং জেলার মংপুতে


৫২.পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দর সুভাষ চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত?

উত্তরঃ কলকাতার দমদম


৫৩.পশ্চিমবঙ্গ কোন কোন দেশের সাথে আন্তর্জাতিক বর্ডারের সাথে যুক্ত?

উত্তরঃ বাংলাদেশ  এবং নেপাল ও ভুটান


 ৫৪.পশ্চিমবঙ্গ কোন কোন রাজ্যের সাথে আন্তর্জাতিক বর্ডারের সাথে যুক্ত?

উত্তরঃ ওডিশা, ঝাড়খণ্ড, বিহার, সিক্কিম ও অসম রাজ্যও পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী


৫৫.রাজ্যের রাজধানী কলকাতা ভারতের কতোতম মহানগরী?

উত্তরঃ সপ্তম


৫৬.স্বাধীনতার পর কোন সরকার সর্বাধিক সময় ধরে পশ্চিমবঙ্গ শাসন করে?

উত্তরঃ কমিউনিস্ট সরকার(১৯৭৭-২০১১)


৫৭.সম্রাট অশোক কত খ্রিস্টপূর্বে পশ্চিমবঙ্গ হয় করেন?

উত্তরঃ সম্রাট অশোক


৫৮.পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে? 

উত্তরঃ জগদীপ ধনকড়


৫৯.মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে পশ্চিমবঙ্গের শাসনভার গ্রহণ করেন?

উত্তরঃ ২০ মে,২০১১


৬০.মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার আগে মন্ত্রীত্বের কোন পদে ছিলেন?

উত্তরঃ রেলমন্ত্রী(২২ মে ২০০৯-১৯ মে ২০১১)


৬১.পশ্চিমবঙ্গের উচ্চতম আদালতের নাম কি?

উত্তরঃ কলকাতা হাইকোর্ট


৬২.কলকাতা হাইকোর্ট-এর প্রধান বিচরপতির নাম কি?

উত্তরঃ তোট্টাতিল বি. রাধাকৃষ্ণন


৬৩.আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? 

উত্তরঃ দক্ষিণ ২৪ পরগনা (৯,৯৬০ বর্গকিমি)


৬৪.আয়তনে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি?

উত্তরঃ কলকাতা (১৮৭.৩৩ বর্গকিমি)


৬৫.পশ্চিমবঙ্গের বৃহত্তম রেলস্টেশন কোনটি?

উত্তরঃ হাওড়া রেল স্টেশন (মােট প্ল্যাটফর্ম ২৩টি)


৬৬.পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেলস্টেশনের নাম কি?

উত্তরঃ শিয়ালদহ (পৃথিবীর মধ্যে ব্যস্ততম)


৬৭.পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্লাটফর্ম কোনটি?

উত্তরঃ খড়গপুর 


৬৮.পশ্চিমবঙ্গের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত রেলওয়ে প্লাটফর্ম কোনটি?

উত্তরঃ ঘুম (দার্জিলিং/উচ্চতা ২২৫৮ মিটার বা ৭,৪০৮ ফুট)


৬৯.পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র (ভারতেও প্রথম) কোনটি?

উত্তরঃ জেমস্ হিকির ‘বেঙ্গল গেজেট' (ইংরেজি ভাষায় রচিত, প্রকাশিত হয় ১৭৮০ খ্রি.)


৭০.পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি?

উত্তরঃ সমাচার দর্পণ (প্রকাশিত :শ্রীরামপুর/১৮১৮ খ্রি.)


৭১.পশ্চিমবঙ্গ রাজ্যের শুষ্কতম স্থানের নাম কি ?

উত্তরঃ বীরভূম জেলার ময়ূরেশ্বর(বৃষ্টিপাত প্রায় ৯৫ সেমি.)


৭২.পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি?

উত্তরঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসােল


৭৩.পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি?

উত্তরঃ দার্জিলিং


৭৪.পশ্চিমবঙ্গ তথা ভারতের সর্বপ্রথম বালিকা বিদ্যালয়ের নাম কি?

উত্তরঃ ব্যাপটিস্ট মিশন স্কুল (ইন্টালি, কলকাতা)


৭৫.পশ্চিমবঙ্গের প্রথম কলেজের নাম কি?

উত্তরঃ ফোর্ট উইলিয়াম কলেজ, কলকাতা, স্থাপিত ১৮০০ খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি দ্বারা স্থাপিত


৭৬.পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ কোনটি?

উত্তরঃ বেথুন কলেজ, কলকাতা। ১৮৫৯ সালে জন এলিয়ট বেথুন স্থাপিত করে


৭৭.পশ্চিমবঙ্গের প্রথম মেডিক্যাল কলেজের নাম কি?

উত্তরঃ বেঙ্গল মেডিকেল কলেজ (বর্তমান নাম কলকাতা মেডিকেল কলেজ)


৭৮.পশ্চিমবঙ্গের প্রথম ট্রেন চলে কোথায়? 

উত্তরঃ হাওড়া ও হুগলির মধ্যে ১৮৫৪ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট


৭৯.পশ্চিমবঙ্গের কোন দৈনিক সংবাদপত্রের সংস্করণ সর্বাধিক হয়?

উত্তরঃ আনন্দবাজার পত্রিকা (দৈনিক গড়ে প্রায় ১১ লাখ পত্রিকা বিক্রি হয়)


৮০.পশ্চিমবঙ্গের সর্বপ্রাচীন গ্রন্থাগার কোনটি?

উত্তরঃ উইলিয়াম কেরি লাইব্রেরি (স্থাপিত : ১৮০০ খ্রি./শ্রীরামপুর)


৮১.পশ্চিমবঙ্গ তথা ভারতের বৃহত্তম তারামণ্ডল কোনটি?

উত্তরঃ বিড়লা প্ল্যানেটোরিয়াম (কলকাতা, স্থা,১৯৬৩ খ্রি)


৮২.পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদের নাম কি?

উত্তরঃ হাজারদুয়ারি (মুর্শিদাবাদ, নবাব নাজিম হুমায়ুন জা দ্বারা নির্মিত হয়। এটি স্থপতি কলােনেল ডানকাল ম্যাকলয়েড, ১৮৩৭ খ্রি. নির্মাণ সমাপ্ত হয়)


৮৩.পশ্চিমবঙ্গের সর্বাধিক জনসংখ্যাবিশিষ্ট জেলা কোনটি?

উত্তরঃ উত্তর ২৪ পরগনা (১,০০,৮২,৮৫২ জন)


৮৪.পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনবহুল জেলা কোনটি? 

উত্তরঃ কালিম্পং (২,৫১,৬৪২ জন)।


৮৫.পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ নাম কি?

উত্তরঃ সান্দাকফু (উচ্চতা ৩,৬৩৬ মিটার)


৮৬.পশ্চিমবঙ্গ রাজ্যের সর্বোচ্চ বর্ষণসিক্ত স্থান কোনটি?

উত্তরঃ আলিপুরদুয়ারের বক্সাদুয়ার (বৃষ্টিপাত প্রায় ৩০০ সেমি)


৮৭.পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি?

উত্তরঃ ভিক্টোরিয়া মেমােরিয়াল (উচ্চতা : ১৮৪ ফুট বা ৫৬ মি.)।


৮৮.পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভের নাম কি?

উত্তরঃ শহীদ মিনার (উচ্চতা : ১৫৭ ফুট বা ৪৮ মি.)


৮৯.পশ্চিমবঙ্গের বৃহত্তম সংগ্রহশালা বা মিউজিয়ামের নাম কি?

উত্তরঃ ইণ্ডিয়ান মিউজিয়াম (স্থাপিত ১৮১৪ খ্রি.)


৯০.পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানার নাম কি?

উত্তরঃ জুলজিক্যাল গার্ডেনস্ (আলিপুর, কলকাতা, ১৮৭৬ খ্রি.)


৯১.পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি?

উত্তরঃ আচার্য জগদীশ চন্দ্র বােস বােটানিক্যাল গার্ডেন, শিবপুর (হাওড়া, স্থাপিত হয় ২ নভেম্বর ১৭৮৬ খ্রি.)


৯২.পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি?

উত্তরঃ ভাগীরথী-হুগলি নদী। (দৈর্ঘ্য ৫৩০ কিমি)


৯৩.পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কি? 

উত্তরঃ রূপনারায়ণ সেতু (দৈর্ঘ : ৩,৩১৩ ফুট, কোলাঘাট)


৯৪.পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার সেতু কোনটি?

উত্তরঃ হাওড়া ব্রিজ। 


৯৫.পশ্চিমবঙ্গের দীর্ঘতম কেবল ব্রিজ কোনটি?

উত্তরঃ বিদ্যাসাগর সেতু (দৈর্ঘ্য ২,৭০০ ফুট/কলকাতা)


৯৬.পশ্চিমবঙ্গের উচ্চতম গিরিপথ কোনটি?

উত্তরঃ জেলেপােলা। (১৩,৯৯৯ ফুট উচ্চতায়)


৯৭.পশ্চিমবঙ্গের তথা ভারতের প্রথম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তরঃ আসানসােলের জামুরিয়ায়, ২ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন


৯৮) পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কতো?

উঃ ৬০,০০০ টি


৯৯) পশ্চিমবঙ্গের মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কতো?

উঃ ৬০,০০০ টি


১০০) পশ্চিমবঙ্গে কলেজের সংখ্যা কতো?

উঃ ২০০ টি



Top 10 Most Spoken Languages In world | General Knowledge Questions and Answers | GK Bengali 2021


○ দৈনিক জেনারেল নলেজ পাবার জন্য যুক্ত হতেন আমাদের টেলিগ্রাম গ্রুপে- টেলিগ্রাম

○ সমস্ত তথ্য সবার আগে পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল- subscribe

○ সমস্ত চাকরির আপডেট সবার আগে পেতে আজই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন WB Job News App

বিজ্ঞাপন স্পেসের আগে / পরে

অন্যদের সাথে শেয়ার করুন:

0 মন্তব্য

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন. ??

আইটি ছাদিক কী?