recent post

Bangla GK Daily https://banglagkdaily.blogspot.com/2021/08/train-horn-meaning.html

ট্রেনের হর্নের বিভিন্ন ভাগ এবং তাদের আলাদা আলাদা অর্থ - Bangla GK

বিজ্ঞাপন স্পেসের আগে / পরে

 


আপনারা হয়তো সকলেই জানেন ট্রেন যখন স্টেশনে ঢোকে বা বের হয় তখন হর্ন মারে। কিন্তু আপনি এটা কি জানেন ট্রেনের এই হর্নের বিভিন্ন ভাগ রয়েছে। ভারতীয় রেলের প্রতিটা আলাদা আলাদা হর্নের  আলাদা আলাদা অর্থ রয়েছে, চলুন আজ আলোচনা করা যাক এই টপিকটি নিয়ে:-


• একটি ছোট হর্ন:- ট্রেনটি একটি ছোট হওয়ার মারলে বুঝতে হবে ট্রেনটি স্টেশনের খুব কাছে চলে এসেছে এবং এটি অন্য সমস্ত যানবাহন বা মানুষকে ট্রেনে যাত্রা পথ থেকে সরে যাওয়ার ইঙ্গিত দেয়।


• দুটি ছোট হর্ন:- ট্রেন দুটি ছোট হওয়ার দিলে বুঝতে হবে ট্রেনটি ছাড়ার জন্য পুরোপুরি ভাবে প্রস্তুত।


• তিনটি ছোট হর্ন:- ট্রেনটি তিনটি ছোট হর্ন মারলে বুঝতে হবে লোকো পাইলট ইঞ্জিনের উপর থেকে তার কন্ট্রোল হারিয়ে ফেলেছে। যদিও এই ঘটনাটি খুব রেয়ার ঘটে থাকে।


• চারটি ছোট হর্ন:- ট্রেন চারটি ছোট হর্ন দিলে বুঝতে হবে ট্রেনটিতে কোন টেকনিক্যাল সমস্যা হয়েছে।


• দুটি ছোট হর্ন এবং একটি লম্বা হর্ন:- ট্রেন দুটি ছোট হওয়ার নেপথ্যে লম্বা হওয়ার মানে বুঝতে হবে কেউ ট্রেনের চেন ধরে টেনেছে।


• লাগাতার একটি লম্বা হর্ন:- ট্রেন দাওয়াতের একটি লম্বা হলে বুঝতে হবে ট্রেনটি প্ল্যাটফর্মটিতে থামবে না।


• কিছুটা থেমে দুটি হর্ন:- ট্রেন কিছুটা থেমে দুটি হলে বুঝতে হবে ট্রেনটি রেলওয়ে ক্রসিং এর কাছে চলে এসেছে।


• দুটি লম্বা হর্ন এবং একটি ছোট হর্ন :- ট্রেন দুটি লম্বা হর্ন এবং একটি ছোট হর্ন দিলে বুঝতে হবে ট্রেনটিতে ট্র্যাক পরিবর্তন করতে চলেছে চলেছে।


• ছ'টি ছোট হর্ন:- ট্রেন ছ'টি  ছোট হর্ন দিলে বুঝতে হবে সামনে কোন বিপদ সংকেত রয়েছে।


West Bengal GK related important MCQ questions for all West Bengal Government Job exams



○ দৈনিক জেনারেল নলেজ পাবার জন্য যুক্ত হতেন আমাদের টেলিগ্রাম গ্রুপে- টেলিগ্রাম

○ সমস্ত তথ্য সবার আগে পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল- subscribe

○ সমস্ত চাকরির আপডেট সবার আগে পেতে আজই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন WB Job News App

বিজ্ঞাপন স্পেসের আগে / পরে

অন্যদের সাথে শেয়ার করুন:

0 মন্তব্য

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন. ??

আইটি ছাদিক কী?